রাজধানীর কাকরাইলে গাড়ির ধাক্কায় অজ্ঞাত একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫| আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১১
অ- অ+

রাজধানীর কাকরাইলে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত দেড়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও বলেন, “রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তি কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিলেন।”

কোন গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন প্রাথমিকভাবে সেটি জানা যায়নি বলে জানান এসআই মিজানুর রহমান। বলেন, “আমরা ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি। তার মরদেহটি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা