ইসলামিক ব্যাংকিং সেবার ১৬ বছর পূর্ণ করল ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং সেবার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় ইসলামিক ব্যাংকিং সেবার গুরুত্ব এবং ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং সেবার বৈশিষ্ট্য তুলে ধরে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরী কমিটির সদস্য সচিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান ও এএনএম মাহফুজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. ইকবাল হোছাইন সহ অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।
ব্যাংক এশিয়া ২০০৮ সালের ২৪ ডিসেম্বর ইসলামিক ব্যাংকিং সেবা চালু করে। শরীয়াহকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং আমানত সংগ্রহ ও বিনিয়োগ প্রদানসহ সব শ্রেণীর গ্রাহকের জন্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পরিচালনা করে আসছে।
(ঢাকা টাইমস/২৯ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন