ইসলামিক ব্যাংকিং সেবার ১৬ বছর পূর্ণ করল ব্যাংক এশিয়া

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৫
অ- অ+

ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং সেবার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় ইসলামিক ব্যাংকিং সেবার গুরুত্ব এবং ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং সেবার বৈশিষ্ট্য তুলে ধরে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরী কমিটির সদস্য সচিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান ও এএনএম মাহফুজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. ইকবাল হোছাইন সহ অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

ব্যাংক এশিয়া ২০০৮ সালের ২৪ ডিসেম্বর ইসলামিক ব্যাংকিং সেবা চালু করে। শরীয়াহকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং আমানত সংগ্রহ ও বিনিয়োগ প্রদানসহ সব শ্রেণীর গ্রাহকের জন্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পরিচালনা করে আসছে।

(ঢাকা টাইমস/২৯ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা