বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে তামিমের বরিশাল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৪:১০
অ- অ+

পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসরের। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের আসর। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

তামিম আগের দিনই জানিয়েছিলেন, একাদশ ঠিক করে ফেলেছেন তারা। ওপেনিংয়ে তার সঙ্গে থাকছেন নাজমুল হোসেন শান্ত। এরপর দেশসেরা টি-২০ ব্যাটার তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা।

একাদশে বিদেশি কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও শাহিন আফ্রিদি। দেশি পেসার রিপন মণ্ডল। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন তানভীর ইসলাম। রাজশাহীর একাদশে ওপেনার হিসেবে থাকছেন পাকিস্তানের মোহাম্মদ হারিস ও বিধ্বংসী জিশান আলম।

বরিশাল একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, তানভীর ইসলাম, শাহিন আফ্রিদি ও রিপন মণ্ডল।

রাজশাহী একাদশ

মোহাম্মদ হারিস, এনামুল হক (অধিনায়ক), জিশান আলম, আকবর আলী, ইয়াসির আলী, এসএম মেহরব, রায়ান বার্ল, লাহিরু সামারাকুন, মৃত্যৃঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ ও হাসান মুরাদ।

(ঢাকাটাইমস/১৮ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি চলছে
অল্পসময়ের ব্যবধানে নটর ডেমের দুই শিক্ষার্থীর মৃত্যু, নানা গুঞ্জন
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেজুর‘ গাছের সন্ধান
সীমান্তে সেনা উপস্থিতি কমাতে একমত ভারত-পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা