বিপিএল: হার দিয়ে আসর শুরু ঢাকার 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৪, ২২:১৭| আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ২২:২৮
অ- অ+

এবারের বিপিএলে শক্তিশালী দল গড়েছে ঢাকা ক্যাপিটালস। তবে শক্তিশালী দল গড়েও ১১তম আসরের প্রথম ম্যাচেই হোঁচট খেলো তারা। চলতি বিপেএলে নিজেদের প্রথম ম্যাচে রংপুরের কাছে ৪০ রানে হেরে আসর শুরু করলো ঢাকা।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নামে রংপুর। ব্যাটিংয়ে নেমে ইফতেখার ও সাইফের দারুণ ইনিংসের উপর ভর করে ৬ উইকেটে ১৯১ রানের চ্যালেঞ্জিং পায় রংপুর। রংপুরের দেয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৫১ রানে থামে ঢাকার ইনিংস। তাতে ৪০ রানে জয় পায় কিছুদিন আগেই গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শিরোপা জেতা রংপুর।

ঢাকার হয়ে আজ ওপেনিংয়ে নামেন দুই বাংলাদেশি ক্রিকেটার লিটন কুমার দাস ও তানজিদ হাসান। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। প্রথম সাত ওভারেই তারা তুলে নেন ৬৩ রান। তবে এরপরেই ওভারেই এই জুটি ভাঙেন শেখ মাহেদী । শেখ মাহেদীর বলে সাইফ হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ২১ বলে ৩০ রান করা তানজিদ।

তানজিদের বিদায়ের পর একই ওভারে সাজঘরে ফিরে যান হাবিবুর রহমান সোহানও। ২ বলে মাত্র ৬ রান করেই সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৭১ রানেই ২ উইকেট হারায় ঢাকা।

জাতীয় দলে ভালো না খেললেও এবার বিপেএলে নিজের প্রথম ম্যাচে ভালোই খেলতে থাকেন লিটন। তবে থিতু হয়েও নিজের ইনিংসকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তিনি। ২৭ বলে ৩১ রান করে শেখ মাহেদীর বলে অ্যালেক্স হেলসের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ে ৭৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা।

দলের বিপদ আরও বাড়িয়ে লিটনের পথ ধরে সাজঘরে ফিরে যান ফারমানউল্লাহ শাফি। ২ বলে মাত্র ১ রান করে শেখ মেহেদীর শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি।

এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ের পর জুটি গড়েন থিসারা পেরেরা ও স্টিভেন এসকেনাজি। তবে তারাও ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে। দলীয় ৯৬ রানে থিসারা পেরেরার বিদায়ে ২১ রানেই ভেঙে যায় এই জুটি।

থিসারা পেরেরার বিদায়ের পর একে একে সাজঘরে ফিরে যান আলাউদ্দিন বাবু, আমির হামজা ও স্টিভেন এসকেনাজি। আলাউদ্দিন বাবু ২ বলে ১, আমির হামজা ৪ বলে শূন্য ও স্টিভেন এসকেনাজি ২১ বলে ১৭ রান করে পথ ধরেন প্যাভিলিয়নের। এই তিন ব্যাটারের দ্রুত বিদায়ে ১১৭ রানেই ৮ উইকেট হারায় ঢাকা।

১১৮ রানে ৮ উইকেট হারানোর পর মুকিদুল ইসলাম ও নাজমুল ইসলাম। তবে দলীয় ১৪৩ রানে মুকিদুলের বিদায়ে ১২৬ রানে ভেঙে যায় এই জুটি। মুকিদুলের বিদায়ের পর ৯ উইকেটে ১৫১ রানে থামে ঢাকার ইনিংস। তাতে ৪০ রানে জয় পায় কিছুদিন আগেই গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শিরোপা জেতা রংপুর।

(ঢাকাটাইমস/৩০ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
বেনাপোল কাস্টমসে কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ
কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার
প্রধান উপদেষ্টার চট্টগ্রাম বন্দর পরিদর্শন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা