বিএনপির বিশেষ সম্পাদক আবু নাসেরের ইন্তেকাল, তারেক রহমানের শোক

বিএনপি বিশেষ সম্পাদক আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া আর নেই ( ইন্না লিল্লাহি.... রাজেউন)। মঙ্গলবার বিকালে ইউনাইটেড হাসপাতালে ৬০ বছর বয়সে তিনি নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, বাসায় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করার পর দ্রুত হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে চিকিৎসাধান অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে তাৎক্ষণিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে যান।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। তিনি গুলশান বিএনপি চেয়ারপার্সনের অফিসের বাড়ির মালিক।
আবু নাসের ইয়াহিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘মরহুম আবু নাছের মো. ইয়াহিয়া বিএনপি নেতাকর্মীদের কাছে সুপরিচিত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম আবু নাছের মো. ইয়াহিয়া নিজ এলাকায় বিএনপি নেতাকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত সমাদৃত। নিজ এলাকায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে গেছেন। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের মানুষ। তার মতো আদর্শনিষ্ঠ ও নীতিবান রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি। আমি আবু নাছের মো. ইয়াহিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’
অপর এক শোকবার্তায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার মতো নিবেদিত তরুণ, সম্ভাবনাময় একজন নেতা অকালে চলে যাওয়া দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।
(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/জেবি/এমআর)

মন্তব্য করুন