ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতির ওপর হামলাকারীর জামিন, বিচার দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৫, ১৮:৪১
অ- অ+

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী কামরুলকে হত্যাচেষ্টার ঘটনায় ধারালো অস্ত্রসহ হাতেনাতে আটক দুই আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ফরিদপুর জেলা বাস বিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দুর্বৃত্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া না হলে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার ( জানুয়ারি) শহরের কোর্ট কম্পাউন্ডে মানববন্ধন করা হয়।

জেলা বাস মালিক গ্রুপের কার্যকরী সভাপতি আনিসুজ্জামান আনিসের সভাপতিত্বে সহ-সাধারণ সম্পাদক রাজিবুর রহমান সুজনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. অরূপ প্রকাশ রায় অপু, দ্বীন মোহাম্মদ দিনু, কার্যনির্বাহী সদস্য শাহিনুল ইসলাম, জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের (১০৫৫) ভারপ্রাপ্ত সভাপতি কামাল মাতুব্বর, ভারপ্রাপ্ত সম্পাদক নাজমুল হক তারা, আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান শেখ মানা, সাধারণ সম্পাদক গোলাম আজাদ, মোহসিনুল কবির সোহাগ প্রমুখ।

বক্তারা বলেন, হত্যাচেষ্টার ঘটনায় আটককৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পরিবর্তে তাদের জামিন করা হয়েছে। এর পেছনে অদৃশ্য মহলের কলকাঠি রয়েছে বলে অভিযোগ তাদের।

মানববন্ধন থেকে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার সময় কামরুজ্জামান সিদ্দিকী কামরুলের ওপর চোরাগুপ্তা হামলা চালায় দুর্বৃত্তরা। সময় ধারালো অস্ত্রসহ হামলাকারী দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন আসামিদের আদালতে সোপর্দ করার পর তাদের জামিন দেয় আদালত।

এই নিয়ে তিনবার কামরুজ্জামান সিদ্দিকীকে হত্যাচেষ্টার জন্য হামলা চালানো হয়েছে জানিয়ে বক্তারা বলেন, হামলাকারী কারা তাও চিহ্নিত হয়েছে। অথচ ঘটনার মূল হোতা নির্দেশদাতাদের গ্রেফতারের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবস্থায় তারা ন্যায়বিচার নিয়ে আশঙ্কা প্রকাশ করেন এবং হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উচ্চ রক্তচাপ প্রতিরোধে করে প্রাকৃতিক দাওয়াই বাঙ্গি ফল
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
তাপদাহে শরীর ঠান্ডা রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব সবজি
ভারতে বড় পাল্টা হামলা শুরু পাকিস্তানের, তিন বিমান ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের গুদাম ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা