সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:৪২
অ- অ+

সাউথইস্ট ব্যাংক পিএলসি. বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এম.এ কাশেম।

সম্মেলনে বক্তব্য প্রদানকালে চেয়ারম্যান এম.এ.কাশেম বলেন, ‘এজেন্টগণ সাউথইস্ট ব্যাংকের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রবাস থেকে রেমিট্যান্স আনয়ন এবং দেশের অভ্যন্তরে প্রত্যন্ত অঞ্চলে অর্থ স্থানান্তর বা রেমিটিং এ এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহ অপরিসীম ভূমিকা পালন করে চলেছে। তাদের এই নিরলস প্রচেষ্টা দেশের আর্থিক অন্তর্ভুক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। আমরা এজেন্টদের এই মূল্যবান ভূমিকার প্রতি কৃতজ্ঞ এবং তাদের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।’

এই সম্মেলনে সারা দেশের সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর ১৩২ টি আউটলেটের সকল স্বাত্ত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাছুম উদ্দিন খান ছাড়াও ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা এ সম্মেলনে উপস্থিত ছিলেন।

উক্ত সম্মেলনে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ২০২৪ সালের সার্বিক কর্মকান্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন নীতিমালা নিয়ে আলোচনা করা হয়।

সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা ‘স্বাগতম’ ২০২১ সালের মার্চ মাসে যাত্রা শুরু করে। সাউথইস্ট ব্যাংক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, স্কুল ব্যাংকিং সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে। সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা ‘স্বাগতম’ দেশব্যাপী ‘তিজারাহ’-ইসলামিক এবং কনভেনশনাল এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমেও ব্যাংকিং সেবা প্রদান করে চলেছে।

সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা ‘স্বাগতম’ এর মাধ্যমে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’- ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহও প্রদান করা হয়। এছাড়াও গ্রাহকগণ এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বি. ই. এফ. টি. এন এর মাধ্যমে যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, রেমিটেন্স সেবা গ্রহন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, ইউটিলিটি বিল, সরকারী ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও গ্রাহকগণ এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএম এর মাধ্যমে ২৪ ঘন্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সকল গ্রাহকের নিকট সহজে ব্যাংকিং সেবা পৌছে দেয়াই সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা ‘স্বাগতম’ এর লক্ষ্য ।

(ঢাকা টাইমস/০৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা