রায়পুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌরসভা জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিবের সঞ্চালনায় পৌরসভা আমির হাফেজ মাওলানা ফজলুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির বীর মুক্তিযোদ্ধা মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।
প্রধান বক্তা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদের সদস্য সর্দার সৈয়দ আহমদ ও মাষ্টার ইসমাইল প্রমুখ।(ঢাকা টাইমস/০৪জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন