সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করা হয়েছে।
রবিবার দুপুরে যৌথবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।
এদিন বেলকুচি পৌর এলাকার কামারপাড়ায় নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটকের তথ্য জানান বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক।
তিনি বলেন, “আব্দুল লতিফ বিশ্বাসকে আটকের কথা শুনেছি। তবে বিস্তারিত এখনই বলতে পারছি না।”
লতিফ বিশ্বাস জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ২০২৪ সালের জানুয়ারিতে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হন তিনি।
লতিফ বিশ্বাস ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জানিয়েছেন, যৌথ বাহিনীর হাতে আটকের পর লতিফ বিশ্বাসকে জেলা সদরে নেওয়া হয়েছে। কী কারণে তাকে আটক করা হয়েছে বিস্তারিত জানতে পারিনি। তার বিরুদ্ধে আমার থানায় কোনো মামলা নেই।
এদিকে শনিবার রাতে এনায়েতপুর গ্রামে খাজা ইউনুস আলী (রহ.)–এর দরবার শরিফে গেলে লতিফ বিশ্বাসের গাড়ি ভাঙচুর করা হয়। ১১০তম ওরস শরিফে অংশ নিতে তিনি সেখানে গিয়েছিলেন। হামলার পরপর দরবার শরিফের নিরাপত্তায় থাকা আনসার সদস্যরা তাকে উদ্ধার করেন। লতিফ বিশ্বাস কয়েক ঘণ্টা সেখানে অবরুদ্ধ ছিলেন।
(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/এসএস/এফএ)

মন্তব্য করুন