পিএসএল ড্রাফটের সেরা দুই ক্যাটাগরিতে ৮ বাংলাদেশি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৫, ১৭:৩০
অ- অ+

পাকিস্তান সুপার লিগ পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। ড্রাফটের সংক্ষিপ্ত এক তালিকা প্রকাশ করেছে পিএসএল কর্তৃপক্ষ। সেখানে সেরা দুই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের নাম এসেছে। প্লাটিনাম এবং গোল্ড নামের সেই দুই ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন ৮ বাংলাদেশি ক্রিকেটার।

পাকিস্তান সুপার লিগের ড্রাফটে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম জমা দেয়ার কথা আগেই জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবারে জানা গেল এই দুজনের সঙ্গী হচ্ছে বাংলাদেশের আরও ৬ ক্রিকেটার। তবে এই আটজনের নাম থাকছে সেরা দুই ক্যাটাগরিতে।

নতুন প্রকাশিত তালিকা অনুযায়ী পিএসএল প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়।

যদিও পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল, পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ৩০ থেকে ৪০ জন ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন। বাকি ক্রিকেটাররা থাকতে পারেন পরের দিকের ক্যাটাগরিতে। বাংলাদেশসহ মোট ১৯ দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে।

আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট। এর আগে ছয়টি ফ্র্যাঞ্চাইজিই রিটেইন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। যেখানে ৮ জন করে ক্রিকেটার রিটেইন করেছেন ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্লাডিয়েটর্স এবং লাহোর কালান্দার্স। এ ছাড়া করাচি কিংস, মুলতান সুলতানস, পেশাওয়ার জালমি ৭ জন করে ক্রিকেটার রিটেইন করেছে।

(ঢাকাটাইমস/০৫ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা