বাধ্যতামূলক ছুটিতে আরও ৫ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:০৭
অ- অ+

আরও পাঁচটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাছিয়েছে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ। ব্যাংক খাত সংস্কারে কেন্দ্রীয় ব্যাংকের গঠিত টাস্কফোর্সের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার সকল তফসিলি বাংকের অভিভাবক বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

যে পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যমূলক ছুটিতে পাঠানো হয়েছে সেগুলো হলো- এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে আরও পাঁচ ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এসব ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠক হয়। বৈঠকে ব্যাংকগুলোর এমডিদের সরানোর নির্দেশ দেওয়া হয়।

এর আগে শনিবার দায়িত্বে অবহেলার অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এস আলম গ্রুপকে অনিয়মের মাধ্যমে ঋণ ছাড়ে তার দায়িত্বে অবহেলা পায় কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/৫জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা