শরীয়তপুরে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের ভেদরগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা করায় রিয়াদ ওরফে রাব্বি পাইক ও নাদিম খান নামে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার গভীর রাতে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের মালতকান্দি এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাব্বি পাইক চরভাগা মালতকান্দি গ্রামের বাসিন্দা মাসুদ পাইকের ছেলে। তারা দুজনেই একই এলাকার বাসিন্দা। রাব্বি চরভাগা সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়েদুল হক বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
(ঢাকা টাইমস/০৬জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন