কুষ্টিয়া না বান্দরবানের ডিসি করা হলো শামীম আরা রিনিকে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৫, ১০:৪০

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন করা শামীম আরা রিনিকে এবার বান্দরবানের ডিসি করা হয়েছে। বর্তমানে রিনি গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) হিসেবে কর্মরত আছেন।
গত ৩০ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে রিনিকে কুষ্টিয়ার ডিসি করা হয়। তবে যোগদানের আগেই সোমবার এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ওই প্রজ্ঞাপনে জানানো হয়, শামীম আরা রিনিকে বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তাকে কুষ্টিয়ার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হলেও তার সেই আদেশ বাতিল করা হলো।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এসএস/এজে)

মন্তব্য করুন