সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৮| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৩:৪৬
অ- অ+

বাংলাদেশ সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের ওপর এই হামলার ঘটনায় বুধবার ডিএমপির পক্ষ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হলো।

এদিকে দুপুর দেড়টার দিকে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, তিন সদস্যসের কমিটির প্রধান করা হয়েছে যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) ফারুক হোসেনকে। কমিটি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণ করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দাখিল করবে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এক বার্তায় জানিয়েছেন, মঙ্গলবার সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ডিএমপি।

এর আগে মঙ্গলবার দুপুরে স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ নয় দফা দাবিতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন। আধা ঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীরা শিক্ষাভবনের দিকে চলে যান। পরে তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের দাবি তোলেন। প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যের একটি প্রতিনিধিদল ভেতরে যায়। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকাল সাড়ে ৪টার দিকে সাক্ষাতের কথা ছিল। বাইরে অপেক্ষা করছিলেন কয়েক শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ নিয়ে একাধিকবার পুলিশের সঙ্গে বাদানুবাদ হয়। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশ দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে।

পুলিশের দাবি, সচিবালয় এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় পুলিশের রমনা বিভাগের ডিসিসহ বেশ কয়েকজন আহত হন।

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গতকাল নানা কর্মসূচি পালন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

​​​​​​​(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/ এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা