যেসব দেশের মিশন থেকে পাঁচ কর্মকর্তাকে ফিরিয়ে আনছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৫, ২১:৫৮
অ- অ+

পাকিস্তান, সৌদি আরবসহ পাঁচ দেশের কূটনৈতিক মিশনের প্রেস উইংয়ে কর্মরত পাঁচ কর্মকর্তাকে দেশে ফিরিয়ে আনছে সরকার। আগামী ১৫ দিনের মধ্যে তাদের দেশে ফিরে আসতে বলা হয়েছে।

বৃহস্পতিবার তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

উপসচিব আওলাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশস্থ বাংলাদেশ মিশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন নিম্নেবর্ণিত প্রেস উইংসমূহে কর্মরত কর্মকর্তাগণকে তাঁদের বর্তমান পদ ও কর্মস্থল হতে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের নিমিত্ত আগামী ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যেসব কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. তৈয়ব আলী, মালয়েশিয়া হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের কন্স্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান ও জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।

ঢাকাটাইমস/০৯জানুয়ারি/আরএইচ/ইএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ মোবাইলে খরচ ও রেস্তোরাঁ ভ্যাট বাড়ছে না
আবারও ৫ গোল, কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর
শিশুর চোখে ভুল অপারেশন করা সেই চিকিৎসক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা