স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩
অ- অ+

‘সংহতি’র বছর: একসাথে গড়ি আগামী’- এই প্রতিপাদ্য নিয়ে বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫-এর আয়োজন করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.।

শনিবার ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন-এ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ প্রধান অতিথি হিসেবে উক্ত সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ কে এম আবদুল আলীম।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমেদ, কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, আলহাজ মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক এবং ফেরদৌস আলী খান।

ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মাদ সাইফুল্লাহ্ ও সদস্য সচিব প্রফেসর ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, এফসিএস এবং ব্যাংকের সকল শাখাপ্রধানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও বিভাগীয় প্রধানগণ উক্ত সম্মেলনে যোগদান করেন।

প্রধান অতিথির ভাষণে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ বিগত বছরে ব্যাংকের অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি শরিয়াহ্ পরিপালন ও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর উত্তম সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের উন্নতির ধারা অব্যাহত রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অন্যান্য অতিথিবৃন্দ সর্বস্তরের নির্বাহী ও কর্মীবৃন্দকে পেশাগত মান উন্নয়ন পূর্বক ২০২৫ সালের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দলগতভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

(ঢাকা টাইমস/১১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা