নোয়াখালীতে হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:১৭
অ- অ+

নোয়াখালীর চাটখিল উপজেলার সিএনজি চালক চাঁন মিয়া হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক জেলা জজ মো. আহসান তারেক শুনানি শেষে এ রায় প্রদান করেন।

রায়ের সময় আসামি সোহেল রানা আদালতে উপস্থিত ছিলেন। অপর ১১ জন আসামি পলাতক রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১১ সালের ৯ নভেম্বর সকাল ৮টার দিকে চাটখিল উপজেলার নাহারখিল আব্দুল পাটোয়ারী বাড়ি থেকে নিজের সিএনজিটি নিয়ে বের হয়ে আসেন চাঁন মিয়া। সারাদিন শেষে রাতেও আর বাড়ি ফিরে আসেননি চাঁন মিয়া। পরিবারের লোকজন তার ব্যবহৃত মোবাইলে একাধিকবার চেষ্টা করে সেটি বন্ধ পাওয়ার পর বিভিন্ন স্থানে খোজখুঁজি করে চাঁন মিয়ার কোন সন্ধান পাননি। পরদিন বেলা সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের কুমিল্লা সীমান্ত এলাকার একটি বাড়ির পাশে পাওয়া যায়। লাশের গলা, হাত-পা’সহ শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহৃ ছিলো এবং তার সিএনজিটি ছিনতাই হয়েছিল। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী নূর জাহান বেগম বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে সোনাইমুড়ী থানায় একটি মামলা করেন।

আদালত সূত্রে আরও জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ১২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করেন। এর মধ্যে সোহেল রানাসহ দুজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। সোহেল কারাগারে থাকলেও অপর আসামি জামিনে গিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে আসামি সোহেল রানার উপস্থিতিতে অভিযুক্ত ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন বিচারক।

বিশেষ দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) তাপক্কার হোসেন মো. খাইরুল ওয়ালা বিষয়টি নিশ্চিত করে জানান, রায় প্রদানের পর উপস্থিত আসামি সোহেল রানাকে কারাগারে প্রেরণ ও পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোসরদের প্রতি দয়া নয়, বয়কট করুন: নাসির উদ্দীন পাটোয়ারী
চট্টগ্রামে মাইক্লোর নতুন শোরুম উদ্বোধন করলেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ
সামনে ‘সেন্টারিস্ট রাজনীতি’ বিপদের সম্মুখীন হতে পারে, আশঙ্কা রিজভীর
ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক এখনও দিতে পারেনি রাজশাহী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা