হরিণাকুণ্ডুতে ট্রাক্টরের চাকায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল নওরিন শোয়েবা নোভা (১৫) নামে একজন এসএসসি পরীক্ষার্থীর। সে হরিণাকুন্ডু শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার হল বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে নওরিন শোয়েবা নোভা হরিণাকুন্ডু হল বাজার থেকে বাসায় ফেরার পথে ইটবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। হরিণাকুণ্ড থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায় ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ এম এ রউফ খান জানান, আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/মোআ)

মন্তব্য করুন