ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৫, ২৩:২০
অ- অ+

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর বুধবার হামলা হয়েছে।

একটি ছাত্র সংগঠন এই হামলায় চালায় বলে অভিযোগ। এতে নারী শিক্ষার্থীসহ বেশি কয়েকজন গুরুতর আহত হন।

এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

নেতারা বলেন, এনসিটিবি ভবনের সামনে একটি ভুঁইফোড় সংগঠনের আড়ালে একদল সন্ত্রাসী আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর ভয়াবহ হামলা চালায়। এ হামলায় নারী শিক্ষার্থীসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বেশ কয়েকজনসহ সাধারণ শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন। স্বাধীন বাংলাদেশে যেকোনো ব্যক্তি বা সংগঠনের শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মত প্রকাশের অধিকার রয়েছে। বিশেষ করে, বিগত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অসংখ্য প্রাণের বিনিময়ে শান্তিপূর্ণ মতপ্রকাশ ও সভা-সমাবেশের যে অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, তা ক্ষুণ্ন করে এধরণের পরিকল্পিত হামলা ভয়ঙ্কর উদ্বেগজনক।

ছাত্রদলের দাবি, শান্তিপূর্ণ সভা-সমাবেশে ন্যাক্কারজনক এ হামলা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি অবমাননা। তাদের স্বপ্নের মুক্ত বাংলাদেশের ওপর আঘাতের শামিল। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয়ে যাচ্ছেন বিডিআরের ৯ সদস্যের প্রতিনিধি দল 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে: ডিএমপি কমিশনার
ডিএমপির সাবেক সহকারী কমিশনার রাজন সাহা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে শিশুসহ নিহত ১৪০০: জাতিসংঘের প্রতিবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা