নির্বাচিত সরকার না এলে গণতন্ত্র পূর্ণতা পাবে না: সাইফুল ইসলাম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকারের সংগ্রামে হাজারো ছাত্র-জনতা শহীদ হয়েছে। আজকে সেই গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে কেউ যদি টালবাহানা করে, তাহলে শহীদদের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। দেশে নির্বাচিত সরকার না এলে গণতন্ত্র পূর্ণতা পাবে না।’
শুক্রবার বিকালে শ্যামপুর থানা ৪৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গেন্ডারিয়াস্থ ডিআইটি প্লট চৌরাস্তায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন এবং ৩১ দফার আলোকে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল বলেন, আজকে কেউ কেউ সংবিধান পরিবর্তনের কথা বলছেন। জনগণের জন্য সংবিধান। আর এ সংবিধান রদবদল করতে হলে অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত সরকার রদবদল করবে।
তিনি বলেন, অন্তবর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জনগণের অনেক আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। কারণ, এ সরকারে যারা আছেন তারা ভালো ও যোগ্য লোক হলেও তাদের সাথে জনসম্পৃক্ততা নেই। তাই অনেক সমস্যা নিয়ে তাদের কাছে যাওয়ার সুযোগ নেই। জনগণের সমস্যা সমাধানে নির্বাচিত সরকারের বিকল্প নাই।
৪৭ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি শেখ জামাল, স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় দলের সহ সভাপতি হাজী নাসির আহমেদ মোল্লা, সদস্য তরিকুল ইসলাম পলাশ, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু সভাপতি, ৫৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শুভ শিকদার, শ্যামপুর থানা বিএনপির নেতা সানাউল্লাহ সানু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদ্য সাবেক সি. যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক মুজিবুর রহমান চৌধুরী, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিল আহম্মেদ, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব মুরাদ হোসেন মামুন, শ্যামপুর থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল সাইদ রনি, শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম (রনি), এ.পি.পি. এডঃ রেজওয়ানুল সাঈদ রোমিও, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন ভুলু, ৫১ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মফিকুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক মোঃ মমিন মিয়া, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলামসহ শ্যামপুর-কদমতলী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরন করা হয়।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/জেবি/এজে)

মন্তব্য করুন