জামালপুরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আতাউর রহমান বিপুল (৫০) নামে একজনের হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন করে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এছাড়া বিপুলের স্ত্রীর তিনটি আঙুল ও পায়ের রগ কাটাসহ তার মায়ের ডান হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান বিপুল মিয়া উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তর পাড়া গ্রামের আনোয়ার হোসেন কালুর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি উত্তর পাড়া গ্রামের আতাউর রহমান বিপুল মিয়া ও তোতা তালুকদারের ছেলে আছাদুজ্জামান আপেল মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিরোধপূর্ণ জায়গায় আতাউর বিপুল মিয়া খড়ের পাল্লা দিতে যান। এ সময় আপেল মিয়ার পরিবার বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে বিপুল মিয়ার ডান পা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। পরে বিপুল মিয়ার মা আছমা বেগম ও স্ত্রী মুক্তা বেগম এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত বিপুল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আছমা বেগম ও মুক্তা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শুক্রবার বিকাল ৩টায় সরিষাবাড়ী থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত বিপুলের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আপেল মিয়ার মা বেগমকে আটক করা হয়েছে।নিহতের বাবা কালু মিয়া বলেন, ‘আমার ছেলে বিপুলকে আপেল ও তার ভাগিনা রাব্বি সহ তাদের লোকজন কুপিয়ে হত্যা করেছে। আমার স্ত্রী ও পুত্রবধূ মুক্তা বিপুলকে উদ্ধারে এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে গুরুতর আহত করেছে।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/১৭জানুয়ারি/এসএ)
মন্তব্য করুন