সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ: ডা. ইরান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, ২১:২২
অ- অ+

অন্তর্বর্তী সরকার আওয়ামী রেজিমের পাচারকৃত অর্থ ফেরত ও লুটেরাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

শুক্রবার শহীদ জিয়া পার্কের সামনে যাত্রাবাড়ী থানা লেবার পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ডা. মোস্তাফিজুর রহমান ইরান অভিযোগ করে বলেন, ক্ষমতায় গিয়ে অন্তর্বর্তী সরকার চাল ডাল তেলসহ নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। গ্যাস সংকটে নাজেহাল জনগণকে আলোর মুখ না দেখিয়ে উলটো গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন দ্বায়িত্ব গ্রহণের শুরুতেই সয়াবিন তেলের কালোবাজারি সিন্ডিকেটের কাছে নতিস্বীকার করে প্রতি লিটারে ৮ টাকা মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা লোপাটে সহযোগিতা করেছেন।

তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দ্রব্যমূল্য এখনও কালোবাজারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত শ্রেণি সর্বহারা শ্রেণিতে পরিণত হয়েছে। একদিকে কৃষক ন্যায্যমূল্য না পাওয়ায় উৎপাদিত ফসল ক্ষেতে খামারে ধ্বংস করতে বাধ্য হচ্ছে আবার ভোক্তারা মধ্যস্বত্ব ভোগীদের কারণে চড়া দামে কিনতে বাধ্য হচ্ছে। সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকায় কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই লুটপাট অর্থপাচারকারী ও সিন্ডিকেটের কবল থেকে বাঁচতে হলে শ্রমজীবী মেহনতি মানুষের ঐক্যবদ্ধ হতে হবে।

এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে ও লুৎফর রহমানের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন- লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, দফতর সম্পাদক মো. মিরাজ খান, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান, মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলন, মহানগর লেবার পার্টির সহ সভাপতি মো. মাসুদ আলম পাটোয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক মো. এনামুল হক আকন্দ, মহানগর সদস্য ডা. ইউসুফ উল্ল্যাহ পাটোয়ারী, ছাত্র মিশন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, ডেমরা থানা সভাপতি ইমরান হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক মো. রাজু ব্যাপারী প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা