টানা জয়ে সবার আগে প্লে অফে রংপুর, অন্য দলগুলোর অবস্থান কোথায়?

ঢাকার পর সিলেট ঘুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের ১১তম আসর এবার শুরু হয়েছে চট্টগ্রামে। এবারের আসরে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। আসরে এখনও পর্যন্ত ৮ ম্যাচে খেলে অপরাজিত নুরুল হাসান সোহানের দল। এমন জয়রথে চড়ে সবার আগে প্লে অফে পৌঁছে গেছে রাইডার্সরা।
আসরে এখনো পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে রংপুর। যেখানে সবকটি ম্যাচেই শেষ হাসি হেসেছে তারা। ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে তারা। পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান ধরে রেখেছে রাইডার্সরা।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করেছিল রংপুর। ঢাকার ঘরের মাঠে স্বাগতিকদের ৪০ রানের বড় ব্যবধানে হারিয়ে শুরুতেই নিজেদের সামর্থ্যের জানান দেয় তারা। পরের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারায় ৩৯ রানে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করে রংপুর। সেটাও ৩০ বল আর ৮ উইকেট হাতে রেখে দাপুটে এক জয়ে। এরপর ফিরতি ম্যাচেও যথাক্রমে সিলেট, ঢাকা ও বরিশালকে হারায় রংপুর।
খুলনা টাইগার্সের সঙ্গে প্রথম দেখায় বেশ জমজমাট লড়াই হয়েছে রংপুরের। তবে শেষ হাসিটা রংপুরের মুখেই ছিল। শেষ পর্যন্ত ৮ রানের জয় পায় তারা। আর গতকাল চিটাগাং কিংসকে ৩৩ রানে হারিয়ে অপরাজিত থেকে প্লে অফ নিশ্চিত করেছে সোহানের দল।
রংপুর উড়তে থাকলেও কয়েকটি ফ্র্যাঞ্চাইজির অবস্থা বেশ খারাপ। বিশেষ করে বলতে গেলে ঢাকা ক্যাপিটালসের অবস্থা সবচেয়ে বাজে। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে কেবল একটিতে জিততে পেরেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। রয়েছে পয়েন্ট টেবিলের সবার শেষে।
সিলেটের অবস্থাও বেশ শোচনীয়। ৭ ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে আরিফুল ইসলামের দল। ৭ ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে আরিফুল ইসলামের দল। যার ফলে ৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার ছয় নাম্বারে।
পয়েন্ট টেবিলের দুইয়ে আছে বরিশাল। ৬ ম্যাচ খেলে তাদের নামের পাশে আছে ৮ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে তিনে চট্টগ্রাম। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে দুর্বার রাজশাহী।
ছয় ম্যাচে খেলে ২ ম্যাচে জয় পেয়েছে খুলনা টাইগার্স। যার ফলে ৪ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচ নাম্বারে আছে তারা।
(ঢাকাটাইমস/১৮ জানুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন