মুন্সীগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতি: ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:২২| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪
অ- অ+

মুন্সীগঞ্জের শ্রীনগরে পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার সামসুল আলম সরকার এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ৪ জানুয়ারি দিবাগত রাতে শ্রীনগরের বাড়িতে ডাকাতির ঘটনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বোন রওশন আরা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তি ব্যবহারে ১৩ দিনের মাথায় মূল মাস্টারমাইন্ড সালাউদ্দিনকে ঢাকা থেকে ও স্বর্ণালঙ্কার ক্রেতা উজ্জ্বল দাসকে শ্রীনগর থেকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর পাঁচজন রুবেল হোসেন (৩৭), মো. সজিব মিয়া (২৫), মো. ফয়সাল (২৭), মিলন (৩৮) ও ওবায়দুল হককে (২৭) দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫৫ হাজার টাকা, ডাকাতিতে ব্যবহৃত পিকআপ, শাবল, কাটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতিতে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় বাকি জড়িতদের গ্রেপ্তারে ও খোয়া যাওয়া বাকি সরঞ্জাম উদ্ধারে চেষ্টা চলছে। প্রসঙ্গত, ৪ জানুয়ারি দিবাগত রাতে শ্রীনগরের শিবরামপুর এলাকায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে হানা দেয় ডাকাত দল। এসময় বাড়ির লোকজনকে জিম্মি করে ৬ লাখ ৯০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

(ঢাকা টাইমস/১৮জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে আজ
ঢালিউডের ‘মহানায়ক’ মান্নাকে হারানোর ১৭ বছর
মানুষের কিছু ভুলে বাড়ছে অগ্ন্যাশয়ের ক্যানসার! জানুন, সাবধান হোন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পাঁচ গাড়ির সংঘর্ষ, আহত ২০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা