চরমোনাই পীরের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, ২০:৫১
অ- অ+

দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী পরস্পরবিরোধী অবস্থানে থাকলেও নতুন পরিস্থিতিতে তাদের মধ্যে দূরত্ব কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বরিশালে এসে চরমোনাই দরবারে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তিনি চরমোনাই পীরের মধ্যাহ্নভোজে অংশ নেন।

রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহ জানান, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা চলছে এবং এই সাক্ষাৎ সেই প্রক্রিয়ারই অংশ। এটি প্রথমবারের মতো কোনো জামায়াত আমিরের চরমোনাই দরবারে আসার ঘটনা, যা ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেয়।

সাক্ষাৎ শেষে দুই দলের নেতারা ইসলামী দলগুলোর ঐক্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, "আমরা ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য দেখতে চাই। জনগণের প্রত্যাশা, নির্বাচনে ইসলামি শক্তিগুলো যেন একসঙ্গে কাজ করে।"

চরমোনাই পীরও ইসলামী শক্তিগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, "নির্বাচনের সময় ইসলামের পক্ষে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে। দীর্ঘ ৫৩ বছর ইসলামি দলগুলোকে রাজনৈতিকভাবে দূরে রাখা হয়েছে, এখন সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।"

ভোটকেন্দ্রে ইসলামী দলের প্রতিনিধিত্ব নির্বাচনে ইসলামী দলগুলোর ভূমিকা নিয়ে জামায়াত আমির বলেন, "আমরা চাই প্রতিটি ভোটকেন্দ্রে ইসলামি দলগুলোর একটি বাক্স থাকুক, যাতে জনগণ ইসলামী মূল্যবোধের প্রতিনিধিদের ভোট দিতে পারে।"

ভারত ও দ্রব্যমূল্য প্রসঙ্গে মন্তব্য ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে শফিকুর রহমান বলেন, "আমরা প্রতিবেশী ভারতের কাছ থেকে চাই, সীমান্তে কাঁটাতারের বেড়া যেন না থাকে। এটি নতজানু পররাষ্ট্রনীতির ফলাফল।" দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, "সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে দ্রুত মূল্য নিয়ন্ত্রণ করা প্রয়োজন।"

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় আ.লীগ, জাতীয় পার্টি ও জাসদ অফিস গুঁড়িয়ে দিয়েছে জনতা
রাজশাহীর সাবেক মেয়র লিটনের বাড়ি গুঁড়িয়ে দিল জনতা
হরিণাকুণ্ডুতে গুঁড়িয়ে দেওয়া হলো মুজিবের ভাস্কর্য
টেকনাফে অপহৃত ৫ কাঠুরিয়া মুক্তিপণে ফেরত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা