হেলিকপ্টার থেকে গুলি: রিটের নানা তথ্য চিফ প্রসিকিউটরকে দিলেন তৈমুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২৫, ২১:১২| আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২১:৪৮
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে বেশ কয়েকজন শিশু মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দাবি এবং আন্তর্জাতিক মানের তদন্ত চেয়ে করা রিটের নানা তথ্য চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের হাতে তুলে দিয়েছেন রিটকারী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ অনুরোধে তার হাতে তথ্যগুলো তুলে দেওয়া হয়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করার জন্য ব্যবহৃত হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে মায়ের কোলে, বাড়ির ছাদে, পড়ার টেবিলে, বাড়ির আঙ্গিনায় শিশুদের মৃত্যুর জন্য ক্ষতিগ্রস্ত মা-বাবাকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়াসহ আর্ন্তজাতিক মানের তদন্ত চেয়ে সরকারের প্রতি নির্দেশ প্রদানের জন্য রিট করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

গত ৩১ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর রিটটি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে হেলিকপ্টার থেকে গুলিতে নিহতদের বিষয়টি গুরুত্ব সহকারে আর্ন্তজাতিক মানের তদন্ত করার জন্য গত ১৭ ডিসেম্বর সরকারের প্রতি আদালত নির্দেশনাসহ নিহত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি নিদের্শনা জারী পূর্বক রায় প্রদান করেন।

আদালতের নির্দেশনায় ইতোমধ্যে আংশিক ক্ষতিপূরণ প্রদান শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে বলে শুনানিকালে সরকার পক্ষ আদালতে এফিডেভিট দাখিল করে।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গাজানফার
উপদেষ্টা নাহিদ-আসিফ যে আয়নাঘরে ছিলেন, দেখুন আইয়ামে জাহেলিয়া
বীভৎস দৃশ্য, নৃশংস অবস্থা, এটা কি আমাদেরই জগৎ: আয়নাঘর দেখে প্রধান উপদেষ্টার বিস্ময়
সচিবালয় ঘেরাওয়ে গিয়ে পুলিশের বাধায় সড়কে বসে পড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা