উত্তরা রাজউক জোনাল অফিস ঘেরাও করে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৫, ১৪:০৮
অ- অ+

রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরে অবস্থিত রাজউক (এস্টেট ও ভূমি-২) জোনাল অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ১১টায় উত্তরা, টঙ্গী ও আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরা ও আশপাশের এলাকায় প্রায় ১ লাখেরও বেশি মানুষের বসবাস। রাজউক জোনাল অফিস স্থানান্তরিত হলে তারা সহজে সেবা থেকে বঞ্চিত হবেন।

দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে মহাসড়ক অবরোধ কিংবা মতিঝিলে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হবে।

এদিকে সম্প্রসারিত উত্তরা (তৃতীয় পর্ব) আবাসিক প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্লট বরাদ্দের বিষয়ে রাজউক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে বরাদ্দের প্রক্রিয়া এখনো চলছে।

এলাকাবাসীর আশা, রাজউক তাদের দাবি পুনর্বিবেচনা করে জোনাল অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করবে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেবে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অত্যাধুনিক প্রযুক্তির নতুন এক্সব্লেড PGM-FI আনল হোন্ডা, পারফরম্যান্স-স্টাইলের নিখুঁত সমন্বয়
সচিবালয়ে যাচ্ছেন বিডিআরের ৯ সদস্যের প্রতিনিধি দল 
অপারেশন ডেভিল হান্ট: নগরকান্দায় দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে: ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা