উত্তরা রাজউক জোনাল অফিস ঘেরাও করে মানববন্ধন

রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরে অবস্থিত রাজউক (এস্টেট ও ভূমি-২) জোনাল অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১১টায় উত্তরা, টঙ্গী ও আশপাশের এলাকার কয়েক হাজার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরা ও আশপাশের এলাকায় প্রায় ১ লাখেরও বেশি মানুষের বসবাস। রাজউক জোনাল অফিস স্থানান্তরিত হলে তারা সহজে সেবা থেকে বঞ্চিত হবেন।
দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে মহাসড়ক অবরোধ কিংবা মতিঝিলে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হবে।
এদিকে সম্প্রসারিত উত্তরা (তৃতীয় পর্ব) আবাসিক প্রকল্পের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্লট বরাদ্দের বিষয়ে রাজউক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে বরাদ্দের প্রক্রিয়া এখনো চলছে।
এলাকাবাসীর আশা, রাজউক তাদের দাবি পুনর্বিবেচনা করে জোনাল অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করবে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেবে।
(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এজে)

মন্তব্য করুন