ধামইরহাটে অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

নওগাঁর ধামইরহাট উপজেলায় এস.আর.এম ইটভাটার প্রতিনিধি বাচ্চু মিয়াকে দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইসুবপুর ইউনিয়ন এলাকায় যৌথ বাহিনীর সমন্বিত অভিযানের সময় এ জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
এদিন বিকালে এক বিজ্ঞপ্তিতে ইউএনও মোস্তাফিজুর বলেন, কৃষি জমির টপসয়েলের মাটি কেটে (উপরিভাগ) ভাটায় ইট তৈরি করে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার এবং পরিবেশ অধিদপ্তর থেকে কোন ছাড়পত্র না নিয়ে ভাটা পরিচালনা করায় একটি টাস্ক ফোর্সের মধ্য দিয়ে ওই ইটভাটার প্রতিনিধি বাচ্চু মিয়াকে দুই লাখ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করায় তাকে ভবিষ্যতে জেলা প্রশাসনের যথাযথ অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং প্রয়োজনীয় সকল বিধি মেনে ইটভাটা পরিচালনা করার শর্তে এবং পুনরায় এ ধরনের অপরাধ না করার শর্তে ছেড়ে দেওয়া হয়।’
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি, পত্নীতলা ক্যাম্পের সার্জেন্ট মো. শিমুল খান এবং তার টিম, ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদত হোসেন, উপজেলা আনসার বাহিনীর সদস্যরা।
(ঢাকা টাইমস/২৪জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন