দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বন্ধক রেখে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল হাসিনা: নয়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, ২৩:০১| আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১১:৫১
অ- অ+

শেখ হাসিনা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বন্ধক রেখে ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, হাসিনার নতজানু পররাষ্ট্রনীতির কারণে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে উপহাস শুনেছি।

মঙ্গলবার ভোলা জেলার মনপুরাবাসীর পক্ষ থেকে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নয়ন বলেন, গত ১৬ বছরে শেয়ারবাজারে ৩২ লাখ যুবকের স্বপ্নভঙ্গ হয়েছে, আমরা তিস্তার পানির ন্যায্য হিসসা পাইনি, অথচ ফেনী নদীর পানি আমাদেরকে দিতে বাধ্য করেছিল ফ্যাসিবাদী সরকার।

যুবদলের এই নেতা বলেন, সারাদেশে বিএনপি ও এর সকল অঙ্গসংগঠন যে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আজ এতটা শক্তিশালী অবস্থানে রয়েছেন তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই। তার অবর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ সারা দেশের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত।

নেতাকর্মীদের উদ্দেশে নয়ন আরও বলেন, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব ও কর্তব্য রয়েছে- আপনার পাশের লোকটি ভালো আছে কিনা! আপনি শুধু নিজে ভালো থাকলেই হবে না। আপনার পাড়া-প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধুবান্ধব তারা ভালো আছে কিনা; সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। কোন প্রকার লুটপাট, চাদাঁবাজি, দখলদারিত্ব করলে এবং দলের সুনাম ক্ষুণ্ন হয় এমন কাজে জড়িয়ে পড়লে আপনাকে ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত রয়েছেন, যার ফলে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে পড়েছে। গণতন্ত্রকে চলমান রাখতে অবিলম্বে নির্বাচন প্রয়োজন। এখনো দেশে আওয়ামী লীগের প্রেতাত্মা ঘাপটি মেরে আছে। কাজেই সংস্কারে বিলম্ব হলে তারা মাথাচাড়া দিয়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যেকোনো আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ হতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান যুবদলের এই নেতা।

এসময় ভোলা (চরফ্যাশন-মনপুরা) বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮জানুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন ফারুকী
স্থগিত থাকবে ৬১ আইনজীবীর জামিন: আপিল বিভাগ
আরজে থেকে পর্দার হাসিনা যেভাবে নায়িকা হলেন নুসরাত ফারিয়া
জয়পুরহাটে গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা