সুনামগঞ্জে গরুসহ ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩| আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৭
অ- অ+

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে ভারত থেকে আনা বিপুলসংখ্যক ভারতীয় গরু, ফুসকা, চিনি ও সুপারি আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকার বেশি।

বুধবার ভোরে জেলার বিভিন্ন উপজেলা সীমান্ত এলাকা থেকে চোরাই পণ্যগুলো আটক করা হয়। এসময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, দোয়ারা বাজার উপজেলা সীমান্তের বাঁশতলা বিওপি জুমগাঁও নামক স্থান হতে মালিকবিহীন ১০টি ভারতীয় গরু আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এছাড়াও তাহিরপুর উপজেলা সীমান্তের লাউরগড় যাদুকাটা নদী, চাঁনপুরের বারেকটিলা, বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর ও জেলার মাটিরাবন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ফুসকা, সুপারি এবং চিনি আটক করা হয়। যার সিজার মূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি বলেন, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, ‘এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে ১৫ লাখ টাকার বেশি মালামাল জব্দ করা হয়েছে। মালামালগুলো শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ার প্রবীণ আলেমে দ্বীন হাফেজ মাওলানা রুহুল আমিন আর নেই
ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৯ মার্চের টিকিট
গ্রেনেড হামলা মামলা: তারেক রহমানসহ সব আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও ভ্যানের সংঘর্ষে নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা