সিরাজগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ জুয়েল বেপারী (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ সিরাজগঞ্জের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাড়াশের চলনবিলের ৯ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মাদক কারবারি জুয়েল বেপারী ভোলা জেলার চরফ্যাশন থানার সিরাজ বেপারীর ছেলে।
সহকারী পুলিশ সুপার উসমান গণি জানান, মাদক পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ জুয়েল বেপারীকে গ্রেফতার করা হয়। এ সময় মাদকদ্রব্য কেনাবেচার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, একটি প্রাইভেট কার এবং নগদ ১ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/মোআ)

মন্তব্য করুন