বিপিএল ফাইনাল: বরিশালকে বড় লক্ষ্য দিলো চিটাগং কিংস

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৮
অ- অ+

বিপিএলের ১১তম আসরের ফাইনালে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে চিটাগং কিংস। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল। তামিমের এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছে চিটাগংয়ে ব্যাটাররা। আগে ব্যাট করে বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছে চিটাগং। ৪৯ বলে ৭৮ রানে অপরাজিত ছিলেন ইমন।

চিটাগং কিংসের হয়ে আজ ওপেনিংয়ে নামেন পারভেজ হোসেন ইমন ও খাজা নাফে। ব্যাটিংয়ে নেমেই বরিশালের বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন এই দুই ব্যাটার। দুই ব্যাটারই সমান তালে চার-ছক্কার ফুলঝুড়ি ছোটাতে থাকেন।

বরিশালের বোলারদের তুনোধুনো করে এই দুই ব্যাটারই তুলে নেন জোড়া অর্ধশতক। পারভেজ হোসেন ইমন ৩৭ বলে ও খাজা নাফে ৩৭ বলে তুলে নেন অর্ধশতক। এই জুটিতে ভর করে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে চিটাগং।

অবশেষে এই জুটিকে থামিয়ে বরিশালকে ব্রেকথ্রু এনে দেন এবাদত হোসেন। এবাদত হোসেনের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান অর্ধশতক তুলে নেওয়া খাজা নাফে। আউট হওয়ার আগে করেন ৪৪ বলে ৬৬ রান। তার বিদায়ে ১২১ রানে ওপেনিং জুটি ভাঙে বরিশালের।

খাজা নাফের বিদায়ের পর ক্রিজে আসেন গ্রাহাম ক্লার্ক। পারভেজ হোসেন ইমনের সঙ্গে জুটি বেঁধে তিনিও আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। পারভেজ হোসেন ইমন ও খাজা নাফের মতো তিনিও ছিলেন অর্ধশতকের পথেই। কিন্তু ২০ ওভারে দ্বিতীয় বলে ডাবল নিতে গিয়ে রান আউট হন তিনি। ২৩ বলে ৪৪ রান করেন এই ডান হাতি ব্যাটার।

এক বল পরেই ক্যাচ আউট হন শামীম। শেষ পর্যন্ত ইমনের ৪৯ বলের অপরাজিত ৭৮ রানে ভর করে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রানের বড় পুঁজি পায় চিটাগং কিংস।

ঢাকাটাইমস/০৭ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা