নির্বাচন কমিশনকে রাজনীতির কাছে সঁপে দেওয়া বদনামের বড় কারণ: সিইসি

নির্বাচন কমিশনকে রাজনীতির কাছে সঁপে দেওয়া কমিশনের বদনামের বড় কারণ বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
রবিবার নির্বাচন ভবনের লবিতে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কমিশনে যারা আছেন তারা কেউ রাজনীতিতে ঢুকতে চান না জানিয়ে সিইসি বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই।”
তিনি বলেন, “ ইলেকশন কমিশনের এত বদনাম, এত গালি দেয়, এটা কেন হলো। এর ১০০টা কারণ বলতে পারবেন, ২০০টা কারণ বলতে পারবেন। কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো ‘পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন’। এটি আমার কাছে মনে হয়েছে সব থেকে বড় কারণ। রাজনীতির কাছে নির্বাচন কমিশনকে সঁপে দেওয়া- এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ।”
রাজনীতিবিদদের ‘ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন’ বন্ধ করা না গেলে পুরোনো জিনিস রিপিট হবে বলে মনে করেন সিইসি এ এম এম নাসির উদ্দীন।”
‘কমিশন সুষ্ঠু নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ’ উল্লেখ করে সিইসি বলেন, “সেজন্য আমাদের দেশের সবার সহযোগিতা লাগবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব নয়, যদি আমরা সবার সহযোগিতা না পাই।”
অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এফএ)

মন্তব্য করুন