সায়েন্সল্যাবে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।
রবিবার বিকাল ৪টার পর এই সংঘর্ষের সূত্রপাত হয়, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। সংঘর্ষের ঘটনায় বিকাল থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ ঢাকা টাইমসকে বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে থানায় আলোচনা চলছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ সকাল থেকে উত্তেজনা চলছিল। উত্তেজনার জের ধরে দুই পক্ষের মধ্যে ইট–পাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিকেল ৪ টার পর এটি সংঘর্ষে রূপ নেয়। তবে কী নিয়ে এই উত্তেজনা তা জানা যায়নি।
সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি ৩ নম্বর সড়কের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবস্থান নেন। তারা ইট নিক্ষেপ করে ঢাকা সিটি কলেজের সামনে এসে কলেজের মূল ফটকের সামনে ইট–পাটকেল নিক্ষেপ করে। সিটি কলেজের মূল ফটক ভাঙার চেষ্টা করে কেউ কেউ।
অপরদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন ধানমন্ডি ২ নম্বর সড়ক ও কলেজের ভেতরে। কিছু সময় পর পর ইট নিক্ষেপ করে তারাও এগিয়ে যান আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের দিকে।
এসময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের দুই পক্ষের শিক্ষার্থীদের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করতে দেখা যায়।
(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এমআর)

মন্তব্য করুন