দিনাজপুরে পৌনে ১০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৬
অ- অ+

দিনাজপুরে বিভিন্ন সময় বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে (বিজিবি) আটক হওয়া প্রায় সাড়ে ১০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রবিবার ( ফেব্রুয়ারি) সকালে দিনাজপুরে বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) ব্যবস্থাপনায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এবং ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) মাধ্যমে সীমান্ত থেকে জব্দকৃত মোট কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করে বাহিনীটি।

বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) উদ্যোগে ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষণ মাঠে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ২০ জানুয়ারি পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্তে অভিযান চালিয়ে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এসব মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ২৬ হাজার ৭৯৩ বোতল ফেন্সিডিল, ৪৫১ বোতল এমকেডিল, ৪৬৮ বোতল ইস্কাপ সিরাপ, ৩১ হাজার ৪৭৪ বোতল বিদেশী মদ, ৮৪২ পিস ইয়াবা, ২৬.৩৯৭ কেজি গাঁজা, ৪২ হাজার ৩৩০ নেশাজাতীয় ইনজেকশন, ৩৬ হাজার ৯১৮ পিস নেশাজাতীয় ট্যাবলেট, .০৬৭ কেজি কোকেন, ,৭৩৬. লিটার দেশী মদ, ৬৬ হাজার ৭৩৮ বোতল যৌন উত্তেজক সিরাপ, ৮৩ হাজার ৩৭০ পিস মদ তৈরির ট্যাবলেট, হাজার ৯৭ বোতল বাংলাদেশী হোমিও প্যাথিক সিরাপ এবং বোতল নেশাজাতীয় দ্রব্য।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে দিনাজপুর সেক্টর কমান্ডার, দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির কর্মকর্তা অন্যান্য পদবির সদস্যরা, দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, প্রশাসন পুলিশের বিভিন্ন কর্মকর্তা, স্কুল-কলেজ স্কাউটের শিক্ষার্থী এবং প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপদ স্থান ছাড়াই চার লাখ ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত: জাতিসংঘ
শোবিজ তারকারা ব্যাট-বল নিয়ে আবারও মাঠে নামছেন  
এপ্রিলে রাজনৈতিক দলের মধ্যে বিএনপিকে জড়িয়ে সবচেয়ে বেশি অপতথ্য প্রচার
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা