নতুন গভর্নরের প্রথম মুদ্রানীতি ঘোষণা আজ, যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে

সোমবার ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন, ২০২৫) জন্য মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
এদিন বিকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন।
নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছেন। জানুয়ারি-জুন সময়ের জন্য দেওয়া এই নীতির ভঙ্গি এবার অত্যন্ত সতর্কতামূলক হবে। সুদের হার না বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল নেয়া হতে পারে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, বর্তমানে দেশের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় নেই। সে বিষয়টি মাথায় রেখে এবারের মুদ্রানীতি অত্যন্ত সতর্কতামূলক হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমুন্নত করা, বিনিময় হারকে স্থিতিশীল করা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করাই হবে মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে এসময় ডেপুটি গভর্নররা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও অন্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এফএ)

মন্তব্য করুন