অপারেশন ডেভিল হান্ট: ভোলায় রাতভর কোস্ট গার্ডের অভিযানে আটক ১৪

ভোলা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২০
অ- অ+

অপারেশন ডেভিল হান্টে ভোলায় ১৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সারা দেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৭ টা পর্যন্ত ভোলার সদর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

অভিযানে ওই এলাকা হতে সর্বমোট ১৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আওয়ামী লীগ নেতা-কর্মী মো. রফিকুল ইসলাম (৪১), মো. সুজন মাতব্বর (৩২), ফেরদৌস আহমেদ (৪৫), রুহুল আমীন মোল্লা (৫০), ইসমাইল মোল্লা (৩০), টি এম সিরাজুল আলম (৪৮), আব্বাস ক্বারী (২৯), মো. ফরিদ দালাল (৫০), জামাল উদ্দিন (৫৫), মো. সামসুদ্দিন পালোয়ান (৫০), মো. ফরিদ শনি (৫২), মো. মফিজুল ইসলাম, (৭৫) মো. মানিক মেম্বার (৫৫), আব্দুর রউফ (৬৭)।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
‘কন্যা’ গানে প্রশংসিত সজল
নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল 
দিনাজপুরে ট্রেনের অবৈধ টিকিটসহ নৌ-বাহিনীর সদস্য আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা