নোয়াখালীতে ট্রাকচাপায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে দ্রুতগতির ট্রাকচাপায় বাইসাইকেলে থাকা দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মাইজদী-চরমটুয়া সড়কের বৈকন্ঠপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো– চরমটুয়া ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে আরাফাত হোসেন (৮) ও ফরিদাবাদ গ্রামের আবুল কালামের মেয়ে আসমা আক্তার (৮)। তারা দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বোন এবং বৈকন্ঠপুর ফরিদাবাদ কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকাল সাড়ে ৮টার দিকে আসমা আক্তারের বাবা আবুল কালামের বাইসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল আসমা ও আরাফাত। আবুল কালাম সাইকেল চালাচ্ছিলেন এবং সাইকেলের সামনে আসমা ও পেছনে আরাফাত বসা ছিল।
সাইকেলটি মাইজদী-চরমটুয়া সড়কে উঠলে মাইজদী থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মালবাহী ট্রাক সেটিকে সামনে থেকে চাপা দেয়। এতে সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে সাইকেলে থাকা তিনজন সড়কে ছিটকে পড়ে এবং ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয় আরাফাত ও আসমা। গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন