ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকোর শ্রমিকের পাওনা পরিশোধ করা হবে: শ্রম উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩১
অ- অ+

চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যে বেক্সিমকোর সকল শ্রমিকের আইনানুগ পাওনাদি পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৭ম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

এম সাখাওয়াত হোসেন বলেন, ইতোমধ্যে নতুন রিসিভার যোগদান করেছেন। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে তিনি বেক্সিমকোর প্রকৃত শ্রমিকের সংখ্যা ও পাওনাদি এবং ব্যাংকের মোট ঋণ নির্ধারণ করবেন।

তিনি বলেন, যে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ প্রদান করা হয়েছে সে সকল প্রতিষ্ঠানের এমডি ঋণ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি, লোনের মর্টগেজ মূল্য, সম্পদের মূল্য তালিকা সরবরাহ করবেন। ব্যাংক কর্তৃক শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করা হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে।

শ্রমিকরা বেকার হবেন কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এরা সবাই দক্ষ শ্রমিক। কোনো না কোনো ভাবে কাজের ব্যবস্থা হবে। বিডা বিষয়টি নিয়া কাজ করছে।

সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান, অর্থসচিব নাজমা মোবারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত
রাজধানীর দক্ষিণখানে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
ট্রাম্পের আশাবাদ সত্ত্বেও কেন ইউক্রেনে যুদ্ধবিরতি অনিশ্চিত?
রাঙ্গুনিয়ায় বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা