ইজতেমায় ৪৯ দেশের ১৪৪৯ বিদেশি মেহমান

৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ। রবিবার আখেরি মোনাজাত। এ পর্যন্ত ৪৯ দেশের ১৪৪৯ জন বিদেশি মেহমান এসেছেন। শনিবার বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে।
বিশ্ব ইজতেমার আয়োজক নিজামুদ্দিন অনুসারী তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রাপ্ত তথ্য মতে, ১৪ ফেব্রুয়ারি রাত ১০টা পর্যন্ত মোট ৪৯ দেশের ১৪৪৯ জন বিদেশি মেহমানের নাম এন্ট্রি হয়েছে টঙ্গীর ময়দানে বিদেশি কামরার আমানতে। বিদেশি মেহমান ইজতেমায় শরিক হতে ময়দানের উদ্দেশে আসা চলমান আছে। যেসকল দেশ থেকে মুসল্লিরা এসেছেন তার মধ্যে আরব আমিরাত ৮৯ জন, পশ্চিমবঙ্গ ২৬৪ জন, উর্দু ৪২৬ জন, ইংলিশ ৫১৭ জন, ছাত্র ১১২ জন, প্রবাসী ৪১ জন।
এর মধ্যে সবচেয়ে বেশি মেহমান রয়েছে ভারতের ৬৫৮, এরপর ইন্দোনেশিয়া ২৬৭ জন। বিদেশি রাষ্ট্রের মধ্যে অস্ট্রেলিয়া, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনাই, কম্বোডিয়া, কানাডা, চায়না, ফিজি, ফ্রান্স, জার্মানি, গ্রীস, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মরক্কো, মায়ানমার, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিপাইনস, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলংকা, সুদান, থাইল্যান্ড, তিউনেশিয়া, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, ইয়েমেন অন্যতম।
এদিকে বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ইজতেমা প্রশাসন। বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
বিদেশি খিত্তার পাশে পুলিশ-র্যাবসহ সকল বাহিনীর উপ-নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের থাকা খাওয়া যাতায়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
(ঢাকা টাইমস/১৫ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন