জবি ভর্তি পরীক্ষায় ৫০ বছর বয়সি তাওহিদুর

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭
অ- অ+

প্রবল ইচ্ছাশক্তি মানুষকে অনেক দূর এগিয়ে নিতে পারে—এর বাস্তব উদাহরণ তাওহিদুর রহমান তপু। ৫০ বছর বয়সেও তিনি উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন।

শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের প্রথম শিফটে পরীক্ষা দিতে এসে তিনি ক্যামেরাবন্দি হন। জন্মস্থান নওগাঁ, সেখান থেকেই এসএসসি ও এইচএসসি পাস করেছেন তিনি।

তাওহিদুর রহমান বলেন, ‘আমি অনেক দিন মানসিক অসুস্থ ছিলাম। গত বছর এইচএসসি পাস করেছি, আর এবার জগন্নাথে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছি। আমার ইংরেজির প্রস্তুতি তেমন ভালো না, কিন্তু চেষ্টা করব।’

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘এ বছর জগন্নাথে চান্স না পেলে আবারও পরীক্ষা দেব। রাবি বা জাবিতেও সুযোগ পাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে কী করবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘যদি চান্স পাই, তাহলে অবশ্যই জগন্নাথেই পড়ব।’

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। প্রতি আসনের বিপরীতে ৫৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যেই একজন তাওহিদুর রহমান, যিনি প্রমাণ করেছেন ইচ্ছা থাকলে বয়স কোনো বাধা নয়।

(ঢাকা টাইমস/১৫ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
‘কন্যা’ গানে প্রশংসিত সজল
নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল 
দিনাজপুরে ট্রেনের অবৈধ টিকিটসহ নৌ-বাহিনীর সদস্য আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা