নোবিপ্রবির ছাত্রীহলের খাবারে নখ কাঁটার মেশিন, ক্যান্টিন অপারেটরকে অপসারণ

নোবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৮
অ- অ+

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জুলাই শহিদ স্মৃতি ছাত্রীহলে রাতের খাবারে নখ কাঁটার মেশিন পাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ক্যান্টিন অপারেটরকে অপসারণ করা হয়েছে।

শনিবার রাতে খাওয়ার সময় এক ছাত্রী খাবারে নখ কাঁটার মেশিন পান।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি রাতে খাওয়ার ডাইনিং থেকে গিলা কলিজা আনি, রুমে এসে প্যাকেট খুলে দেখি নেইল কাটার। কাল আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা, খাবারে এটা দেখতে পেয়ে খাবার না খেয়েই থাকতে হয় আমাকে।’

অন্য আরেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘হলের ডাইনিং এর পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নাই। হলের মামাদের ঘরের বাচ্চা কাচ্চা গুলো সব সময় ডাইনিং এ থাকে। কি যে একটা বাজে পরিবেশ এই ডাইনিং এর! একদিন তো একটা ছেলে অপরিষ্কার হাতে খিচুড়ির পাতিল থেকে খাচ্ছিলো। খালারা আবার অই খাবার আমাদের কাছে বিক্রি করেন! নিজ চোখে দেখার পর থেকে অরুচি চলে আসছে।’

এই বিষয়ে হলের প্রভোস্ট মো. নাসির উদ্দিন বলেন, ‘খাবারে নখ কাঁটার মেশিন পাওয়ার খবর জানার পর আমরা বর্তমান অপারেটরকে বাদ দিয়েছি। নতুন অপারেটরের জন্য ক্যান্টিন কমিটিকে দায়িত্ব দিয়েছি। আগামী মাসের ১ তারিখ থেকে নতুন অপারেটর ক্যান্টিন পরিচালনা করবে। এর আগেই বর্তমান অপারেটর এর বিরুদ্ধে নানা অভিযোগ ছিল কিন্তু আমরা তাকে বারবার সতর্ক করার পরেও এই রকম ঘটনা ঘটায়। আমরা তাকে বাদ দিয়ে ১ তারিখ থেকে নতুন অপারেটর নিয়োগ দিচ্ছি। বর্তমান অপারেটর এই মাসের শেষ পর্যন্ত ক্যান্টিন চালাবে।’

(ঢাকা টাইমস/১৬ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা