টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য ছানোয়ার গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।
ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাসহ বিভিন্ন মামলায় পলাতক আসামি ছানোয়ার বসুন্ধরার একটি বাসায় অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ভাটারা থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে ভাটারা থানার জে ব্লকের ৯ নম্বর রোডে হামলায় আহত হন মিঠুন ফকির নামে এক যুবক। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। ছানোয়ার এই মামলার সন্দিগ্ধ আসামি।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার পেশায় তামাক ব্যবসায়ী, যিনি গত তিনটি বিতর্কিত নির্বাচনে সংসদ সদস্য হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর ও মির্জাপুর থানায় শিক্ষার্থী মারুফ ও ইমন হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।
সরকার পতনের দুদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের কৌশল ঠিক করতে টাঙ্গাইল সার্কিট হাউজে স্থানীয় কয়েকজন সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন তিনি।
(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএম/এজে)

মন্তব্য করুন