চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশ দলকে শুভকামনা জানালেন মাশরাফি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরেই পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। ২০১৭ সালের পর দীর্ঘ ৮ বছরের অপেক্ষার পর আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এই মুহূর্তে দুবাইয়ে আছে বাংলাদেশ দল। আগামীকাল (বৃহস্পতিবার) শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে নাজমুল হোসেন শান্তরা। লাল-সবুজের দল মাঠে নামার আগে শুভকামনা জানালেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।
নিজের ফেসবুক পেজে এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভ কামনা! সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভ কামনা সব সময়।’
৮ বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে ফিরছে ক্রিকেটের বহুল প্রতীক্ষিত এই আসর। মিনি বিশ্বকাপ নামে পরিচিত ওয়ানডে ফরম্যাটের এই প্রেস্টিজিয়াস আসরেই বাংলাদেশ পেয়েছে আইসিসি ইভেন্টে নিজেদের সবচেয়ে বড় সাফল্য। ২০১৭ আসরে মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল টিম টাইগাররা।
সেই আসরের ৬ জনকে এবারেও দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। আর সেটাই এবারের আসরে বাংলাদেশকে দিয়েছে সবচেয়ে অভিজ্ঞ দলের তকমা। ২০১৭ সালের আসরে বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। যারা এবারের দলেও আছেন।
দুবাইয়ে ভারতের মোকাবেলার করার পর পাকিস্তানে উড়ে যাবে শান্তরা। সেখানে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লড়বে। এই দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।
(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

মন্তব্য করুন