দুবাই চেম্বারের ব্রাঞ্চ করবে বাংলাদেশে: আনোয়ার হোসেন

ইপিবি ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেছেন, দুবাই চেম্বারের প্রেসিডেন্ট শেখ লুতা কিছুদিনের মধ্যে বাংলাদেশে যাবেন এবং দুবাই চেম্বারের ব্রাঞ্চ করবেন। এতে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ হবে। আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধের পরেও দুবাই গাল্পফুড মেলায় বাংলাদেশ থেকে ৪১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করায় সেইসব প্রতিষ্ঠানের ৭৩ জন বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ার) আবির ভেজিটেবল মার্কেট পরিদর্শন করে আবির বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক খালিদ মাহমুদ, কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, উপ সচিব মোহাম্মদ জাকির হোসেন, আবির বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জুলফিকার ওসমান প্রমুখ।
(ঢাকা টাইমস/২০ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন