ঝালকাঠিতে নিখোঁজের ২২ দিন পর অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৬| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২১
অ- অ+

ঝালকাঠির নলছিটি উপজেলায় নিখোঁজের ২২ দিন পর মিজান হাওলাদার (২৮) নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়াপুর বটতলা এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

মৃত মিজান হাওলাদার ওই এলাকার আব্দুল সালাম হাওলাদারের ছেলে। তিনি ভাড়ায় অটোরিকশা চালাতেন।

জানা যায়, গত ২৯ জানুয়ারি বিকালে মিজান গাড়ি নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ৩০ জানুয়ারি নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করা যায়।

ওসি (তদন্ত) আশ্রাফ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
এপ্রিলে ৫৬৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৩, শীর্ষে মোটরসাইকেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা