ঝালকাঠিতে নিখোঁজের ২২ দিন পর অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটি উপজেলায় নিখোঁজের ২২ দিন পর মিজান হাওলাদার (২৮) নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়াপুর বটতলা এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, গত ২৯ জানুয়ারি বিকালে মিজান গাড়ি নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ৩০ জানুয়ারি নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করা যায়।
ওসি (তদন্ত) আশ্রাফ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/২০ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন