বগুড়ায় নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, মান্নার নিন্দা  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১২
অ- অ+

একুশের প্রথম প্রহরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় নাগরিক ঐক্যের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। হামলায় নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলার আহ্বায়ক শহীদুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক এনামুল হককে ছুরিকাঘাত করা হয়েছে এবং দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে শহীদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে শিবগঞ্জ শহীদ মিনার চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার স্বাক্ষরিত বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে এই ধরনের হামলা কেবলমাত্র কাপুরুষদের দ্বারাই সম্ভব। এই হামলা নারকীয় এবং পৈশাচিক মানসিকতার বহিঃপ্রকাশ। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাতে যাওয়া নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর এই হামলা সভ্যতা ও মানবিক মূল্যবোধের চরম বিরোধী, রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।

বিবৃতিতে বলা হয়, ত্রাস সৃষ্টি করে এদেশের রাজনীতিতে টিকে থাকা যাবে না। দেশের মানুষ প্রত্যেকটা ঘটনা মনে রাখবে। সরকার যদি এইসব রাজনৈতিক সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় না আনতে পারে, তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে।

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখতে এসব সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় বিবৃতিতে। একইসাথে হামলাকারী সন্ত্রাসীদের হুঁশিয়ার করে বলা হয়, এই ঘৃণিত প্রবণতা অব্যাহত থাকলে অচিরেই আপনাদের পরিণতি পতিত স্বৈরাচার হাসিনার মত হবে।

হামলার প্রতিবাদে আগামীকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সংবাদ সম্মেলন’ এর ঘোষণা দেয়া হয় বিবৃতিতে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা