ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন জুলাই শহীদদের স্ত্রীরা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৯
অ- অ+

কুষ্টিয়ার কুমারখালীতে অশ্রুসিক্ত নয়নে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ২০২৪ এর জুলাই শহীদদের সহধর্মিণীরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান জুলাই অভ্যুত্থানে শহীদ সালাম মন্ডলের স্ত্রী মারিয়া আক্তার শহীদ সেলিম মন্ডলের স্ত্রী শোভা খাতুন।

কুমারখালী উপজেলা জাতীয় নাগরিক কমিটির আয়োজনে পুষ্পস্তবক অর্পণে উপজেলা শাখার প্রতিনিধিরা অংশ নেন।

নিহত সেলিম মন্ডলের স্ত্রী শোভা খাতুন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে স্বামীকে হারিয়েছি। সেই বেদনা কত গভীর তা কেবল স্বজনহারারাই জানে। সেই বোধের জায়গা থেকে ৫২-এর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রত্যন্ত গ্রাম থেকে শহীদ মিনারে এসেছি।’

এ সময় সেখানে ছিলেন শহীদ সালাম মন্ডলের স্ত্রী মারিয়া আক্তার। দুজনই অশ্রুসিক্ত নয়নে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।

জাতীয় নাগরিক কমিটির উপজেলা শাখার সিনিয়র প্রতিনিধি অধ্যাপক হেলাল উদ্দিন বলেন, ২০২৪-এর শহীদ পরিবারের সদস্যদের সাথে ৫২-এর শহীদ পরিবারের সদস্যদের একসাথে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করার অনুভূতিটা বেশ ভিন্ন।

সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কুষ্টিয়া জজ কোর্টের এপিপি আবুল হাসিম বাদশাসহ অন্য সদস্যরা।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা