‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ সংগঠনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৮| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪০
অ- অ+

ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গঠিত ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ নামের নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।

জুলাই-আগস্টে প্রতিটি হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দ্রুত বিচার কাজ নিশ্চিতের দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ডাকা সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করে সংগঠনটি। তিনজন উপদেষ্টা নিয়ে সংগঠনের ৩০ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ কমিটি গঠন করা হয়।

তবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে সকল শহীদ পরিবার সদস্যদের ডাকা হয়েছে তারা অনেকেই জানেন না এমন সংগঠনের আত্মপ্রকাশ হবে, কিংবা তাদের কমিটিতে রাখা হবে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা।

এদিকে সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা বলেন, অন্তর্বর্তী সরকার তাদের সরকার। কিন্তু তারা শহীদ পরিবারের কষ্ট বুঝতে পারছে না। জুলাই হত্যাকাণ্ডে জড়িত পুলিশ ও হেলমেট বাহিনীর সদস্যদের অনেককেই এখনো গ্রেপ্তার করা হয়নি। দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

আন্দোলনে ১৪ জুলাই যাত্রাবাড়ীতে শহীদ হয় সাইদুল ইসলাম, সংবাদ সম্মেলনে তার মা শিল্পী বেগম অভিযোগ করেন, ‘চার দফা পিটিয়ে হত্যা করা হয় সাইদুলকে। জুলাই ফাউন্ডেশন থেকে সহযোগিতা পেলেও তার সন্তানের বিচার পাননি এখনো।’

সংগঠন নিয়ে তিনি বলেন, ‘শহীদ পরিবারের সমস্যাগুলো ব্যক্তিগতভাবে কোন সংগঠন দেখে না। তাই এই সংগঠনের আত্মপ্রকাশ।’

যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে নিহত মো. সিয়ামের ভাই মো. রাশেদ বলেন, ‘এই সরকারের কাছে বেশি কিছু চাই না, ভাই হত্যার বিচার চাই। দেশে কোনো নির্বাচন দেওয়ার আগে ভাই হত্যার বিচার করুন।’

এদিকে এই কমিটির পৃষ্ঠপোষকতায় সরকারি সহযোগিতা বা কোন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের কেউ নেই। তবে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর এই সংগঠনের বিষয়ে সম্মতি রয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীর চাটখিলে ছুরিকাঘাতে নারী নিহত
পাকিস্তানে ভারতের হামলায় নিহতের সংখ্যা কত? যা জানালো সেনাবাহিনী
ভারতীয় সেনারা সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়ে পালালো
কুবির বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা