যশোরে দেড় কোটি টাকার রুপার অলংকার জব্দ, আটক ২

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৪| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৬
অ- অ+

যশোরের শার্শার নাভারণে অভিযান চালিয়ে এক কোটি ৫৭ লাখ টাকার রুপার অলংকার জব্দ করেছে বিজিবি। এসময় দুই চোরাকারবারিকে আটক করা হয়।

শনিবার নাভারণ সাতক্ষীরা মোড় থেকে এসব রুপার অলংকারসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার বাগআঁচড়ার বাগড়ী গ্রামের মৃত কাসেম আলীর ছেলে জাহাঙ্গীর কবির লিটু (৪৮) এবং একই গ্রামের জাহাঙ্গীর কবির লিটনের ছেলে মেহেদী হাসান (২৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন ভারত থেকে পাচার করে নিয়ে আসা রুপার বড় একটি চালান নিয়ে দুই চোরাকারবারি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে হামদাদ পরিবহনের একটি বাসে রওনা দিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থান করে। এসময় ওই বাসটি নাভারণ সাতক্ষীরা মোড়ে আসলে তল্লাশি করে ছোট বড় ৭১টি প্যাকেট থেকে বিভিন্ন প্রকার ভারতীয় রুপার অলংকার জব্দ এবং দুই চোরাকারবারিকে আটক করা হয়।

জব্দকৃত রুপার অলংকারের ওজন ৭০ কেজি ৫০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় এক কোটি ৫৭ লাখ টাকা বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক দুই চোরাকারবারির বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত রুপার অলংকারগুলো যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।

(ঢাকা টাইমস/২৩ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা